ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়া অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তির মরদেহের খণ্ড বিখণ্ড ৪৫ টুকরাসহ আর এক যুবকের দুই টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে গফরগাঁও-ময়মনসিংহ রেলপথের গফরগাঁও উপজেলার রৌহা গ্রামের মীর বাজার এলাকা থেকে খণ্ড বিখণ্ড ৪৫ টুকরো মরদেহ উদ্ধার করা হয়।
রেলওয়ে জিআরপি পুলিশ জানায়, সকালে উপজেলার রৌহা গ্রামের মীর বাজার থেকে রৌহা কারিগরি কলেজের সামনে পর্যন্ত ২০০ মিটার এলাকায় রেললাইনের উপর এক ব্যক্তির মরদেহের খণ্ড বিখণ্ড অংশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের ৪৫ টুকরা উদ্ধার করে।
এর আগে গফরগাঁওয়ে রেলপথ থেকে এক যুবকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টার পর গফরগাঁও রেলস্টেশন জিআরপি ফাড়ি পুলিশ লাশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া ওই যুবকের নাম ফারুক মিয়া (৩৬)। তিনি গফরগাঁও পৌর এলাকার স্টেশন রোডের ষোলহাসিয়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
এ বিষয়ে গফরগাঁওয়ে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে লোকটি ভবঘুরে ছিলেন। রেললাইনে শুয়ে থাকার কারণে রাতে কোনো এক ট্রেনে কাটা পড়ে তার দেহ খণ্ড বিখণ্ড হয়ে যায়। মরদেহ উদ্ধার হওয়া ৪৫ টুকরো একসাথে করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ