ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৮ কার্তিক ১৪৩১, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বেলকুচি ইউপি নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা 

প্রকাশনার সময়: ২২ অক্টোবর ২০২১, ১৮:০৯

বেলকুচি উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। ২৮ জনের মধ্যে থেকে ৬ জনকে মনোনয়ন দিয়েছে মনোনয়ন বোর্ড।

নৌকার মনোনয়ন পেলেন যারা

ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মির্জা সোলাইমান হোসেন, রাজাপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সোনিয়া সবুর আকন্দ, ভাঙ্গাবাড়ি ইউনিয়নে সাবেক চেয়ারম্যান গাজী খন্দকার ফজলুল হক ভাষানী, দৌলতপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আশিকুর রহমান লাজুক, ধুকুরিয়া বেড়া ইউনিয়নে নতুন মুখ জিল্লুর বিএসসি এবং বড়ধূল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আছের উদ্দিন মোল্লা।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার জানান, দলীয় মনোনয় চেয়ে ২৮ জন প্রার্থীর ফর্ম আমরা জেলা আওয়ামী লীগের নেতাদের মাধ্যমে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয়ে পাঠিয়েছিলাম। ২৮ জনের মধ্যে থেকে জননেত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় নেতাদের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বেলকুচির ৬টি ইউনিয়নের জন্য এদের ৬ জনকে নৌকা প্রতিক দিয়েছেন। আমরা উপজেলা আওয়ামী লীগসহ অংগ সংগঠনের যারা আছি তারা নেত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নৌকা প্রতিককে জয়যুক্ত করতে কাজ করবো।

৩য় ধাপে অনুষ্ঠিত হবে বেলকুচিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন। আর এই ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত এই ৬ প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকার সারথি হিসাবে চেয়ারম্যান পদে লড়বেন।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ