পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের একমাত্র চতুদেশীয় পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম বুধবার (২০ অক্টোবর) একদিন জন্য সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকার পর পুনোরায় স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানীকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন।
জানা যায়, সরকারি নির্দেশনায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বুধবার (২০ অক্টোবর) বাংলাবান্ধা স্থলবন্দর ও ভারতের ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে ভারত,নেপাল ও ভুটানের সাথে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি রফতানির বন্ধ ঘোষণা হয়। বুধবার একদিন বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকাল থেকে বন্দরের পুনোরায় আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
এবিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রফতানীকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি মোতাবেক বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি বন্ধ রাখা হয়। আজ ২১ অক্টোবর সকাল থেকে পুনোরায় চালু হয়ে আমদানি রফতানি কার্যক্রম।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ