ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাফারি পার্কে সঙ্গী পেল সাম্বার হরিণ 

প্রকাশনার সময়: ২১ অক্টোবর ২০২১, ০৫:৩৩
সংগৃহীত ছবি

নরসিংদী থেকে উদ্ধার হওয়া দুটি মাদি সাম্বার হরিণ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

গত মঙ্গলবার রাতে হরিণ দুটি অবমুক্ত করা হয়। পার্কে আগে দুটি সাম্বার হরিণ থাকলেও সেগুলো ছিল পুরুষ, তাই প্রজননের সম্ভাবনা ছিল না। উদ্ধার হওয়া সাম্বার হরিণ দুটি মাদি হওয়ায় বংশবিস্তারের আশা সংশ্লিষ্টদের।

জানা গেছে, নরসিংদীর মো. জাফর আহমেদ চৌধুরী ২০০৭ সালে মিরপুর চিড়িয়াখানা থেকে দুটি সাম্বার হরিণ ক্রয় করে তার বাগান বাড়িতে লালন-পালন করে আসছিলেন। কিন্তু ২০১৭ সালে হরিণ ও হাতি লালন-পালন বিধিমালায় চিত্রা হরিণ পালনের কথা উল্লেখ থাকলেও সাম্বার হরিণ লালন-পালন করার কথা উল্লেখ নেই।

খবর পেয়ে মঙ্গলবার ঢাকার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চলের বন সংরক্ষক মোল্লাহ রেজাউল করিমের লিখিত আদেশে এবং বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজল তালুকদারের নির্দেশনায় নরসিংদীর জাফর আহমেদ চৌধুরীর বাগানবাড়ি থেকে সাম্বার হরিণ দুইটি উদ্ধার করা হয়। নিবিড় পরিচর্যা শেষে মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হরিণ দুইটি অবমুক্ত করা হয়েছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ