ময়মনসিংহের গফরগাঁওয়ের রেল স্টেশনের জায়গায় বিভিন্ন অবৈধ স্থাপনার উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে কর্মকর্তারা। মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে গফরগাঁও রেল স্টেশনের উত্তর এবং দক্ষিণ সাইডে গড়ে উঠা ১২টি বৈধ স্থাপনা বাদে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
বাংলাদেশ রেলওয়ের (ডি ই ও) বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা এস. এম ফেরদৌস এর নেতৃত্বে এই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
ডি ই ও এস. এম ফেরদৌস জানান, ঢাকা ময়মনসিংহ রেলপথে গফরগাঁও স্টেশনের উত্তর ও দক্ষিণ দিকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। রেলওয়ের এই উচ্ছেদ অভিযান চলমান। যতদিন না রেলওয়ের সব জায়গা অবৈধ দখল মুক্ত হচ্ছে ততদিন এই অভিযান অব্যাহত থাকবে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রেলওয়ের কানন গো মাকসুদুর রহমান, ইকবাল মাহমুদ, গফরগাঁও রেলস্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন, ময়মনসিংহ রেলওয়ের থানার ওসি ইস্রাফিল।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ