নওগাঁর বদলগাছীতে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে ফেরদৌস হোসেন ধলু (৩২) নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ৪ জন।
সোমবার (১৮ অক্টোবর) রাতে নওগাঁ-বদলগাছি সড়কের কোমারপুর নামক মোড়ে এই ঘটনাটি ঘটে। নিহত ফেরদৌস হোসেন ধলু উপজেলার পাহাড়পুর ইউনিয়নের চাকলা গ্রামের লুৎফর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, নওগাঁ থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে বদলগাছি দিকে আসছিলেন এসময় বিপরীত দিক থেকে আসা নওগাঁ গামী একটি গ্যাস সিলিন্ডার বহনকারী ট্রাক কোমারপুর মোড়ে পৌঁছালে সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে যাত্রীবাহী সিএনজিটি দুমরে-মুচড়ে যায়। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে নিহত ফেরদৌস হোসেন ধলুর অবস্থা আশংকাজনক হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করলে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকের ড্রাইভারকে আটক করাসহ ট্রাক ও সিএনজিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়াও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ