ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঝড়ে পদ্মায় নৌকাডুবি, জেলে নিখোঁজ

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২১, ১৮:৫০

রাজশাহী গোদাগারীর পদ্মানদীতে ঝড়ের কবলে পড়ে নৌকার ডুবির ঘটনায় এক জেলে নিখোঁজ হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধ্যান পাওয়া যায় নি।

রোববার রাত ৮টার দিকে নৌকায় থাকা কামাল হোসেন (২২) নামের এক জেলে নিখোঁজ হয়। কামাল চরআষাড়িয়াদহ ইউনিয়নের দিয়ার মানিকচক গ্রামের আব্দুর রশিদের ছেলে।

গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম নয়া শতাব্দীকে বলেন, গোদাগাড়িতে পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে প্রবল শ্রোতের মধ্যে পড়ে নৌকা ডুবির ঘটনায় জেলে কামাল হোসেন নিখোঁজ হয়। নৌকায় তার এক ভাইসহ তিনজন ছিলেন। দুইজন তীরে পৌছালেও কামাল নদীর প্রবল স্রোতে নিখোঁজ হয়েছে। সোমবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধ্যান পাওয়া যায় নি। পদ্মা নদীর ওই স্থানে প্রবল স্রোতে রয়েছে। ফলে তার সন্ধ্যান পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় জেলে কামাল হোসেনসহ আরো দুই জন পদ্মা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে বের হন। রাত পৌনে ৮ টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে চর বয়ারমারী এলাকায় মাছ ধরা নৌকাসহ তিনজন ডুবে যায়। এতে দুইজন সাঁতরে ঘাটে উঠলেও কামাল নিখোঁজ হন। স্থানীয়দের ধারণা কামাল নদীতে ডুবে গেছে। স্থানীয়ভাবে তার সন্ধ্যানে নদীতে খোঁজাখুজি করা হচ্ছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ