ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

মানিকগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য গ্রেফতার

প্রকাশনার সময়: ১৮ অক্টোবর ২০২১, ১৩:০১

মানিকগঞ্জের শিবালয় থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মো. শামীম হোসেনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৭ অক্টোবর) রাতে শিবালয় উপজেলার শিমুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশের বিশেষ টিম এন্টি টেররিজম ইউনিটের সদস্যরা। এসময় তার কাছ থেকে বেশকিছু জিহাদী বই উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত শামীম হোসেন শিবালয় উপজেলার শিমুলিয়া পশ্চিমপাড়া এলাকার শাহজাহানের ছেলে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির নিশ্চিত করেছেন।

তিনি জানান, শামীম নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সক্রিয় সদস্য। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে যোগাযোগের মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, টেলিগ্রামে উগ্রবাদী কন্টেন্ট প্রচার ও উগ্রবাদী বই আদান-প্রদান করতেন এবং তাদের অনুসারি বাড়ানোর চেষ্টা করে আসছিল। এমন গোপন তথ্যের মাধ্যমে পুলিশের বিশেষ টিম এন্টি টেররিজম ইউনিট শিবালয়ের শিমুলিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করেন।

ওসি আরও বলেন, আটককৃত শামীম বর্তমানে এন্টি টেরিজম ইউনিটের সদস্যদের হেফাজতে আছে। তার বিরুদ্ধে শিবালয় থানায় এন্টি টেরিজম ইউনিটের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। সোমবার দুপুর তাকে মানিকগঞ্জ আদালতে তোলা হবে এবং ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও তিনি জানান।

নয়া শতাব্দী/এসএম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ