মাগুরা জেলা শিল্পকলা একাডেমী আগামী ছয় মাসের মধ্যে একটি আধুনিক শিল্পকলা একাডেমীতে রূপান্তর হবে বলে জানিয়েছেন, সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী একে এম খালিদ। রোববার (১৭ অক্টোবর) দুপুরে মাগুরা জেলা শিল্পকলা একাডেমীতে জেলার সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সরকারি ভাবে মাগুরা জেলাসহ পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ায় আধুনিক শিল্পকলার কাজ চলমান রয়েছে। তার ধারাবাহিকতায় মাগুরা জেলাতে ৩৫ কোটি টাকা ব্যয়ে আধুনিক শিল্পকলা একাডেমী তৈরি হবে।
মাগুরা জেলা প্রশাসন ডা. আশরাফুল আলমের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী এ কে এম খালিদ, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ড, জেলা তথ্য অফিসার রেজাউল করিম, সিভিল সাজন ডাক্তার শহিদুল্লাহ দেওয়ান প্রমুখ।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ