ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফুটবল খেলতে গিয়ে মাঠেই মৃত্যু

প্রকাশনার সময়: ১৭ অক্টোবর ২০২১, ০০:০৭
ফাইল ছবি

সতীর্থদের সঙ্গে মাঠে ফুটবল খেলার সময় রাব্বি ফকির (২৬) নামের এক যুবক হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় মাঠে উপস্থিত সকলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

শনিবার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।

রাব্বি ফকির উপজেলার সিতাইকুন্ড নেছারউদ্দিন তালুকদার স্কুল এন্ড কলেজের অফিস সহকারী। এবং সিতাইকুন্ড গ্রামের আব্দুর রব ফকিরের ছেলে।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুকুল বলেন, বিকেলে শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে সিতাইকুন্ড যুব সংঘ ও বালিয়াভাঙ্গা সবুজ সংঘের মাঝে প্রীতি ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে রাব্বি ফকির মাটিতে লুটিয়ে পড়েন। পরে রাব্বি ফকিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এ প্রসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রাজিয়া সুলতানা বলেন, রাব্বিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ