চট্টগ্রাম চিড়িয়াখানায় আরও দুইটি বাঘের জন্ম হয়েছে। বাঘিনী জয়ার ঘরে এসেছে নতুন দুই অতিথি।
শনিবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর ও চিকিৎসক শাহাদাত হোসেন শুভ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানায় নতুন দুইটি বাঘিনী ছানার জন্ম হয়েছে। চিড়িয়াখানায় থাকা বাঘিনী জয়ার ঘরে জন্ম নিয়েছে এ ছানাগুলো। তবে এখনও তাদের নাম ঠিক করা হয়নি।
তিনি আরও বলেন, বাচ্চাগুলো জন্ম নেওয়ার পরপর থেকেই মা জয়ার সঙ্গেই আছে। বাচ্চা দুইটি সুস্থ আছে।
শুভ বলেন, নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানা বাঘের অধিক মৃত্যুহার কমানো সম্ভব হয়েছে। চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে ১২টি বাঘ রয়েছে। এর আগে ২০২০ সালের ১৪ নভেম্বরে জো বাইডেন নামে ছেলে বাঘ শাবকের জন্ম দেখেছিল বাঘ জয়া। যা তার প্রথম সন্তান ছিল। জো বাইডেনের প্রতি মা জয়া বিমাতা সুলভ আচরণ করায় সেটিকে চিড়িয়াখানার তত্ত্বাধানে লালন পালন করা হয়েছিল। জয়ার জন্ম সাদা বাঘ শুভ্রার সঙ্গে ২০১৮ সালের জুলাই মাসে। এদের বাবা মা ছিল রাজ-পরি।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ