বহু তর্ক বিতর্ক ও জল্পনা কল্পনা শেষে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হলেন রহুল আমীন।
আগামী ১১ নভেম্বর ফুলবাড়িয়া উপজেলার ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে। ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর আগে জামাত-শিবির থেকে আসা আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত হয়েছিলেন আতাহার আলী।
এ নিয়ে ১৩ অক্টোবর অনলাইন সংস্করণে ও ১৪ অক্টোবর ‘নয়া শতাব্দী’র প্রথম পাতায় সংবাদ প্রকাশিত হয়।
আতাহারের বিরুদ্ধে নানা অভিযোগ তৃণমুল থেকে দলের হাইকমান্ড পর্যন্ত উঠে। দলীয় হাইকমান্ড সার্বিক বিবেচনা করে গত ১৪ অক্টোবর আতাহার আলীর পরিবর্তে আওয়ামীলীগ নেতা রহুল আমিনকে ফুলবাড়িয়া ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন প্রদান করেন।
শুক্রবার দলীয় মনোনয়নপত্র সংসদ সদস্য অ্যাডভোকেট মোসলেম উদ্দিনের কাছ থেকে গ্রহণ করেন।
এদিকে আতাহার আলীর পরিবর্তে ফুলবাড়িয়া ইউনিয়নে রহুল আমিনের মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে উৎসুক ভোটারদের মাঝে আনন্দ উল্লাস বিরাজ করে।
রহুল আমিন ফুলবাড়িয়া উপজেলা ছাত্রলীগের ও যুবলীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য হিসাবে সম্মানের সাথে দায়িত্ব পালন করেছেন।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ