ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

টাঙ্গাইলে ট্রাক-সিএনজি সংর্ঘষে ১ জন নিহত 

প্রকাশনার সময়: ১৫ অক্টোবর ২০২১, ১৯:২৯

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক-সিএনজি মুখোমুখি সংর্ঘষে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঘাটাইল উপজেলার সাহাপুর গ্রামের দারগ আলীর ছেলে হামেদ আলী (৬৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘাটাইলগামী যাত্রী বোঝাই একটি সিএনজি দাড়িয়ে থাকা একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সিএনজির এক যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। চালকসহ সিএনজির অপর তিন যাত্রী গুরত্বর আহত হয়। গুরুতর আহত সিএনজি চালক মোমিনুলকে আশংকাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ঘাটাইল থানার ওসি আজাহারুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ