শুক্রবার বিজয়া দশমীর দিনে ময়মনসিংহ নগরীর দূর্গাবাড়ী মন্দিরে সিদুর খেলায় মেতে উঠেন নারী ভক্তরা।
ময়মনসিংহে সন্ধ্যার পর উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন দিতে প্রস্তুতি শুরু করেছেন সনাতন ধর্মাবলম্বী মানুষেরা। এর আগে শুক্রবার দশমীর দিন সকালে ও দুপুরে নগরীর পূজামণ্ডবগুলোতে সিঁদুর খেলায় মেতে ওঠেন ভক্ত নারীরা। এ সময় ঢাকের বাদ্যে পরিবেশ হয়ে ওঠে আনন্দমুখর।
ময়মনসিংহ নগরীর দূর্গাবাড়ী পূজামণ্ডবে গিয়ে দেখা যায়, সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা। এ সময় একে অপরের গালে–মুখে সিঁদুর মেখে উৎসব উদযাপন করতে দেখা যায়। একে অপরের সঙ্গে খুনসুটিতেও মেতে ওঠেন দেবী দুর্গার ভক্তরা।
বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় দুর্গোৎসবের আজ মহাদশমী। হৃদয়নিংড়ানো ভালোবাসায় শৈল্পিক কারুকার্য আর রংতুলির নিপুণ ছোঁয়ায় তৈরি প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হবে। পূজামণ্ডপগুলোতে এখন বাজছে দেবীর বিদায়ের ঘণ্টা।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ ছিল প্রতিটি পূজামণ্ডপে। সন্ধ্যার পর একযোগে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকার জন্য তিনি আইনশৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান।
নয়া শতাব্দী/এম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ