ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশনার সময়: ১৪ অক্টোবর ২০২১, ২০:৪৮

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম বলেছেন, ‘বর্তমান সরকার কথায় নয়, কাজে বিশ্বাসী। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগনকে ধোকা দেওয়া রাজনীতি করেন না। শেখ হাসিনা যা বলেন তাই করেন, দেশের উন্নয়নমুলক কাজ করে বর্তমান সরকার জনগনের মনের মনিকোঠায় পৌঁছে গেছেন। বঙ্গবন্ধু কন্যা দেশের উন্নয়ন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে চারঘাট উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী কর্মকর্তাদের উদ্দ্যেশ্যে আরও বলেন, কোন কাজে যেন অনিয়ম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। উপজেলার মিয়াপুর গ্রামে আর্সেনিক রোগীদের খোঁজ-খবর নেয়া ও বিশুদ্ধ পানি ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে এলাকা আর্সেনিক মুক্ত করা সম্ভব হবে।

এরপর প্রতিমন্ত্রী মেরামতপুর এরশাদিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া চারঘাট মহিলা ডিগ্রী কলেজের চারতলা বিশিষ্ট নতুন ভবনের উদ্বোধন, সরদহ ইউনিয়নের ৫টি রাস্তার উদ্বোধনসহ বেশ কয়েকটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন। পরে চারঘাট উপজেলার কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা সামিরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, পৌর মেয়র একরামুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া বিল্পব, চারঘাট মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল হাই, উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী গোলাম মোস্তফা, বাঘা উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কে এম নাসির উদ্দিন, উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, চারঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এস এম মোজাম্মেল হক, সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান, ইউপি চেয়ারম্যান শফিউল আলম রতন, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ রানা, পৌর আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মীবৃন্দ।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ