পদার্থবিজ্ঞানে অবদানের জন্য ওআইসির ‘মোস্তফা’ পুরস্কার পেয়েছেন বাংলাদেশি পদার্থবিজ্ঞানী এম জাহিদ হাসান। তিনি ইরানের বিজ্ঞানী কামরুন ওয়াফার সঙ্গে যৌথভাবে এই পুরস্কারের জন্য মনোনীত হন। গতকাল ইরানে এ পুরস্কার ঘোষণা করা হয়। পুরস্কারের অর্থমূল্য ৫ লাখ ডলার (প্রায় সাড়ে ৪ কোটি টাকা)।
জাহিদ হাসান, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের প্রয়াত সাংসদ, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. রহমত আলীর সন্তান। যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন তিনি।
তথ্যপ্রযুক্তি, চিকিৎসাবিজ্ঞান, ন্যানোটেকনোলজিসহ ৪টি ক্যাটাগরিতে অবদানের জন্য প্রতি বছর অক্টোবরে মোস্তফা পুরস্কার ঘোষণা করা হয়। মহানবি মোস্তফা স. নামে ২০১৫ সাল থেকে ঘোষিত এই পুরস্কারকে বলা হয় মুসলিম বিশ্বের নোবেল।
নয়া শতাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ