রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন করোনা পজেটিভ ছিলেন। অন্যরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ।
শনিবার (৪ জুলাই) সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় হাসপাতালে তাদের মৃত্যু হয়। এর আগে গত ২৪ ঘন্টায় রামেকে ১৩ জনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, শনিবার রাজশাহীর দুইটি ল্যাবে জেলার ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৫৮ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এতে জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৮৩ শতাংশে।
আগের দিন শুক্রবার রাজশাহীতে সংক্রমনের হার ছিল ২৬ দশমিক ৭৪ শতাংশ। শনিবার রাতে প্রকাশিত এ ফলাফলে দেখা গেছে, জেলায় করোনা সংক্রমন উঠানামা করছে। সংক্রণের হার সবসময়ই ৩০ শতাংশের মধ্যে উঠানামা করছে।
ল্যাব সূত্রে জানা গেছে, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল পৃথক দুইটি ল্যাবে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে রাজশাহী জেলার ১৮৫ জনের শরীরে করোনা পজেটিভ হয়। রাজশাহী জেলা ছাড়াও এদিন চাঁপাইনবাগঞ্জের ৯৫ জনের নমুনা পরীক্ষা করে ২৮টি পজেটিভ রেজাল্ট আসে।
নয়া শতাব্দী/এসএম
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ