ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

২০০ টাকা চুরির অপবাদে গাছে বেঁধে শিশুকে নির্যাতন 

প্রকাশনার সময়: ১০ অক্টোবর ২০২১, ১৮:৫৩

জয়পুরহাটের ক্ষেতলালে মাত্র ২’শ টাকা চুরির অপবাদ দিয়ে আনিকা আক্তার (৯) নামের এক তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে রশি দিয়ে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে।

শনিবার বিকেলে ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ওই নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় মামলার পর রাতেই অভিযুক্ত বেলী বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

নির্যাতনকারি বেলী বেগমের শাস্তি চেয়েছেন শিশুটির স্বজন ও এলাকাবাসী।

জানা যায়, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধনতলা বাজারের চা বিক্রেতা বেলী বেগম চা বিক্রি করছিলেন। এমন সময় ক্যাশ বাক্সে ২’শ টাকা না থাকার অভিযোগ এনে আনিকাকে বাজারের পাশে রশি দিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করে। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে আনিকা ২’শ টাকা চুরি করেছে বলে অভিযোগ করেন বেলী বেগম।

গাছে বাঁধা ওই শিশু টাকা চুরির কথা অস্বীকার করে চিৎকার করে কাঁদতে থাকে। স্থানীয় একজন ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। মামলা হলে অভিযুক্ত বেলী বেগমকে রাতেই গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত বেলী বেগম ধনতলা বাজার এলাকার আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

নির্যাতনের শিকার আনিকা আক্তার ধনতলা বাজার এলাকার আনিসুর রহমানের মেয়ে। সে স্থানীয় সমান্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

বেলী বেগমের মতো আর কেউ যেন এ ধরনের ঘটনা না ঘটায় সেকারণে বেলী বেগমের শাস্তি চেয়েছেন এলাকাবাসী। তবে চুরির ব্যাপারে আনিকাকে প্রশ্ন করলে সে চুরির কথা অস্বীকার করে চিৎকার করে কাঁদতে থাকে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্রনাথ মন্ডল জানান, ঘটনাটির খবর পেয়ে রাতেই অভিযুক্ত বেলী বেগমকে গ্রেফতার করা হয়েছে।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ