রাজশাহীস্থ ভারতীয় দূতাবাসের সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাট্টি বলেছেন, বাঙালির অটুট বন্ধনের সেতু দুর্গোৎসব। এই উৎসবে নতুন বস্ত্র পরিধান করে মন্দিরে মায়ের চরণে অঞ্জলী প্রদান করা একটি ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ। মন্দিরের সকল দায়িত্ব নিজেদের পালন করা এবং পূজারীদের পূজার সময়ে সকলকেই মন্দিরে থাকার আহবান জানান তিনি।
শুক্রবার (৮ অক্টোবর) পাবনা শহরের শ্রীশ্রী জয়কালী বাড়ি মন্দির প্রাঙ্গনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মের অসহায় দুস্থদের মধ্যে শাড়ী ও লুঙ্গী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোটারী ক্লাব অব পাবনা এসব বস্ত্র বিতরণ করেন।
এ সময় তিনি আরও বলেন, রাজশাহীতে যোগদানের পরে সবচেয়ে বেশী আমি পাবনাতে এসছি। ফলে পাবনার প্রতি একটা গভীর টান রয়েছে আমার।
রোটারী ক্লাব অব পাবনার সভাপতি রোটারিয়ান শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্যদেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাবনা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, সাধারন সম্পাদক শ্রী বিনয়জ্যোতি কুন্ডু, রোটারিয়ান এএইচএম রেজাউন জুয়েল, ডা: তন্ময় কুমার বিশ্বাস, প্রবীর কুমার সাহা, শ্রী প্রভাস চন্দ্র ভদ্র প্রমুখ।
নয়া শতদাব্দী/জেআই
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ