ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

জাজিরায় ২৮ জেলে কারাগারে, ইলিশ এতিমখানায়

প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২১, ১৮:২২ | আপডেট: ০৮ অক্টোবর ২০২১, ১৮:২৯

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের জাজিরায় ২৮ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় কারেন্ট জাল ও ইলিশ জব্দ করা হয়। গ্রেফতারকৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়। এছাড়া, জাল বিনষ্ট ও ইলিশ এতিমখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

আটককৃতরা হলেন জাজিরা উপজেলার নিজাম সরদার, সেলিম মৃধা, আলি মোল্লা, তুহিন মোল্যা, আকাশ মাঝি, রাব্বি খলিফা, শিমুল মাদবর, বাবুল মোল্লা, আরিফ মাদবর, দেলোয়ার হোসেন মাল, বাবু বয়াতি, রতন মাদবর, আলামিন মোল্লা, হিরন ছৈয়ল, মাসুদ আখন, সাইফুল সরদার, আয়নাল মোলঙ্গী ও ছত্তর মুন্সি।

উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জনান, ৮ অক্টোবর শুক্রবার পদ্মা নদীর জাজিরা পয়েন্টে অভিযান পরিচালনা করে ২৮ জেলেকে গ্রেফতার করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়। গ্রেফতারকৃত জেলেদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১ দিন করে সাজা প্রদান করে হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইলিশ এতিমখানায় বিতরণ করে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ