ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাতের আধারে ২৫ দোকান মধুমতির গর্ভে

প্রকাশনার সময়: ০৮ অক্টোবর ২০২১, ১৬:০৮

রাতের আধারে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারের অন্তত ২৫টি দোকান মধুমতি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতির কারণে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন ভাটিয়াপাড়া বাজার ব্যবসায়ী সমিতি। গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ ভাঙন শুরু হয়।

কিছু বুঝে ওঠার আগেই বাজারের অন্তত ২৫ দোকান ভেঙে নদীতে হারিয়ে যায়। ব্যবসায়ী ও স্থানীয়রা শত চেষ্টা করেও ভাঙন রোধ করতে পারছেন না। ফলে ব্যাপক লোকসানের মুখে পড়েছেন দোকান মালিকরা। এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি প্রশাসন। তবে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা বলছেন, তাদের ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলে মধুমতি নদীর তীর ঘেঁষে গড়ে ওঠে এ ভাটিয়াপাড়া বাজার। এ বাজারে ভূষি মাল, পশু খাদ্য, পাটের গুদাম, রাখি মালের গুদাম, মিষ্টির দোকান, মোবাইলের দোকান, ওষুধের দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এসব ব্যবসা প্রতিষ্ঠানে পাইকারী মালামাল বিক্রি করা হয়। প্রতিদিনই গোপালগঞ্জসহ আশপাশের জেলার ব্যবসায়ীরা এখানে মালামাল কিনতে আসেন। এর আগে বেশ কয়েকবার ভাঙনের শিকার হয়েছেন এ বাজারের ব্যবসায়ীরা। বিগত ১৯৯৬ সালে ভাঙন কবলিত এলাকায় নদীর পাড় ব্লক দিয়ে বাঁধাই করা হয়। কিন্তু সম্প্রতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে পুনরায় ভাঙন শুরু হয়েছে বলে স্থানীয়দের ধারণা।

ক্ষতিগ্রস্থ দোকানঘর মালিকরা হলেন, শ্যামল কুমার সাহা, জিয়াউর রহমান জিয়া, আবির হোসেন, খোকন কাজী, হায়দার কাজী, হারুন কাজী, মো. শফিকুল ইসলাম, আশরাফউদ্দিন তারা মোল্লা, আবিবার কাজী, মো. মশিউর রহমান খান, শুশান্ত কুমার সাহা, আলতাফচৌদুরী, দিলিপ কুমার সাহা, অভিজিৎ সাহা, জাকির মোল্লা, সোহেল মোল্লা, চান মিয়া শরিফ, হিরণ কারিকর, শাহজাহান কাজী, রশিদ শেখ, রমিজ মোল্লা, বাবলু ঠাকুর।

আশরাফউদ্দিন তারা মোল্লা বলেন, তার গোডাউন নদী গর্ভে চলে গেছে। এতে তার গোডাউনে থাকা পাট ও বাদাম নদীতে ভেসে গেছে। খবর শুনে এসে তিনি কিছুই রক্ষা করতে পারেননি। এতে তার আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বীজ ব্যবসায়ী রমিজ মোল্লা বলেন, তার দোকানে ৫ বস্তা ধুনিয়া বীজ, ২ মন খেসারি কলাই বীজ, ২ মন মুশুরি ডাল বীজ, মাষ কলাই, কালোজিরা ও শস্য বীজ নদীতে ভেসে গেছে। এতে তারা দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাবলু ঠাকুর বলেন, তিনি রাখি মালের ব্যবসা করেন। তার গোডাউনে থাকা ১১০ মন পাট, ২২ বস্তা ধুনিয়া, ৪১ বস্তা কলাই, ৩১ বস্তা বাদাম নদী গর্ভে চলে গেছে।

ভাটিয়াপাড়া বাজার সমিতির সাধারণ সম্পাদক খোকন কাজী বলেন, গভীর রাতে হঠাৎ করে ভাটিয়াপাড়া বাজার এলাকায় মধুমতি নদীতে তীব্র ভাঙন দেখা দেয়। এতে বাজার রক্ষা বাঁধ ভেঙ্গে মুহুর্তের মধ্যে অন্তত ২৫ টি দোকানঘর নদী গর্ভে বিলিন হয়ে গেছে। এতে তিনিসহ অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ভাটিয়াপাড়া বাজার সমিতির সভাপতি জাহিদুর রহমান দাবি করেছেন, ভাঙনে দোকান ঘর, মালামাল ও জমিসহ অন্তত ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী সব কিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে গেছেন।

তিনি অভিযোগ করেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের এই বাজার রক্ষা বাঁধটি প্রতি বছরই রক্ষণাবেক্ষণ করার কথা। আর এ জন্য বরাদ্দও রয়েছে। বাঁধটি আগে থেকে ঝুঁকিপূর্ণ ছিলো। কিন্তু পানি উন্নয়ন বোর্ড থেকে এখানে কোন রক্ষণাবেক্ষণ কাজই করা হয়নি। এতে ব্যবসায়ীদের কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেকের পথে বসার অবস্থা হয়েছে। আগে ব্যবস্থা নিলে এমন ক্ষতি হতো না।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় জানিয়েছেন, হঠাৎ করেই ভাটিয়াপাড়া বাজারের নদী সংক্ষরণ বাঁধে ভাঙন শুরু হয়েছে। এতে মুহূর্তেই ২০/২৫টি দোকান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। একটি মসজিদসহ আরো বেশ কিছু দোকানঘর ভাঙনের মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ড ভাঙনে এলাকায় জিও ব্যাগ ফেলছে। আমরা চেষ্টা করছি ভাঙন রোধের।

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ করা হচ্ছে।

গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ফইজুর রহমান বলেছেন, তিনি খবর পেয়ে ভাঙন কবলিত এলাকায় গিয়েছেন। ভাটিয়াপাড়া বাজার রক্ষা বাঁধের আনুমানিক আধা কিলোমিটার এলাকার আকস্মিকভাবে প্রবল ভাঙন দেখা দিয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হচ্ছে। আমরা চেষ্টা করছি আর কোন ব্যবসা প্রতিষ্ঠান যেন নদী গ্রাস না করতে পারে। তার জন্য যা যা করার তা করা হবে বলেও তিনি জানান।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ