ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
পাবনায় যুবলীগের মহতি উদ্যোগ

ফোন করলেই পৌঁছে যাবে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার

প্রকাশনার সময়: ০৩ জুলাই ২০২১, ১৬:৪৪

পাবনায় করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয়ার মহতি উদ্যোগ গ্রহণ করেছেন পাবনা জেলা যুবলীগ। মানব সেবায় রাজনীতি মানুষের পাশে যুবলীগ এই প্রতিপাদ্যকে ধারন করে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌছে দেয়া হচ্ছে। জেলা যুবলীগের ৪০ জন সেচ্ছাসেবক দিনরাত সেবা প্রদানে কাজ করছে।

গতকাল শনিবার দুপুরে পাবনা জেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক শিবলী সাদিক জানান, আক্রান্ত রোগীরা যখন টাকা দিয়েও অক্সিজেন সিলিন্ডার পাচ্ছেন না সেই সময় অতিব জরুরী স্বাস্থ্য সেবার যন্ত্র নিয়ে এগিয়ে এসেছি। শুধুমাত্র জেলা যুবলীগের হট লাইনে একটা ফোন করলেই বিনামূল্যে পৌছে দেয়া হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। এই কার্যক্রম শুরু হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে শহরের বিভিন্ন প্রান্তে প্রায় ২০টি বাড়িতে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হয়েছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না আসার এবং মাক্স ব্যবহারের আহবান জানিয়ে তিনি বলেন, জেলা যুবলীগের হট লাইনে (মোবাইল নাম্বার-০১৭২৪-০৭৬৭৭০) ফোন করুন সেবা পৌছে দেয়া হবে। এই কাজে জেলা যুবলীগের ৪০ জন সেচ্ছাসেবক দিনরাত সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

শিবলী সাদিক আরো জানান, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে ও জেলা যুবলীগের আহবায়ক বিশিষ্ঠ সমাজ সেবক আলী মুর্তজো বিশ^াস সনির উদ্দ্যোগে জেলা যুবলীগ করেনা ভাইরাসের সংক্রমনের প্রথম থেকেই সাধারন মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আপ্রাণ প্রচেষ্টায় এখনো সেবা পাচ্ছে মানুষ। আমরা রাজনীতি করি মানুষের জন্য। কারো একার পক্ষে এই মহামারি মোকাবেলা করা সম্ভব না।

পাবনা জেনারেল হাসপাতালের একটি সুত্র জানান, করোনা ভাইরাসে আক্রান্ত বা উপসর্গের কারনে বেশিরভাগ রোগীর শ^াসকষ্টসহ নানা সমস্যায় ভুগে থাকেন। বর্তমানে অনেক রোগী হাসপাতালসহ নিজ বাড়িতেই চিকিৎসকের পরাপর্শ অনুযায়ী চিকিৎসা সেবা গ্রহণ করছেন। কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ করোনা রোগীদের হঠাৎ করেই দেহের অক্সিজেন সংকট দেখা দিচ্ছে। অনেক সময় রোগী অক্সিজেন সল্পতার কারনে মৃত্যু বরণও করছেন।

করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহে জেলা যুবলীগের মহতি উদ্যোগকে পাবনার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

নয়া শতাব্দী/এম

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ