রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

রূপগঞ্জে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

প্রকাশনার সময়: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:১৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলার কাঞ্চন পৌর পার্ক মাঠে পৌর বিএনপির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- কাঞ্চন পৌর বিএনপির সাধারন সম্পাদক মফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক কুহিনুর আলম, যুবদল নেতা আব্দুল্যাহ মিয়া, রোকন মিয়া, শাহীন মিয়া, শওকত ওসমান, ছাত্রদল নেতা তন্ময় হাসান, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম স্বপন, সোহেল মাহমুদ, সহ স্থানীয় যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক ও মহিলা দলের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তিনি শুধু স্বাধীনতার ঘোষকই ছিলেন না। তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। তিনি ছিলেন একজন ভালো শাসক। জিয়াউর রহমানের জন্যই বাংলাদেশ আজ উন্নত দেশ হওয়ার স্বপ্ন দেখছেন। আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সুন্দর ও সমৃদ্ধশালী দেশ গড়বে বাংলাদেশ।

পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ