রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩২

ত্রিশালে সন্ত্রাসী হামলার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশনার সময়: ১৮ জানুয়ারি ২০২৫, ২২:১৮ | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ২২:৩৩

ময়মনসিংহের ত্রিশালে সন্ত্রাসী হামলার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌরসভা সংলগ্ন বিশ্ববিদ্যালয় রোডে সহস্রাধিক নারীপুরুষ এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় তারা এলাকার ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী শান্ত, রিশাদ, মোরাদ ও তাদের গ্রুপের সকলকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

মানববন্ধনে পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর শামসুন্নাহার শিরিন, তাজাম্মুল ইসলাম, সিরাজুল ইসলাম বক্তব্যে বলেন, গত ১৫ জানুয়ারি গোহাটা সিএনজি স্টেশনে ড্রাইভারদের কাছে অবৈধ চাঁদা দাবি করায় লাল মিয়া, নবি হোসেন ও লতিফ প্রতিবাদ করায় সন্ত্রাসী শান্ত, রিশাদ, মোরাদ সহ মোট ১৫ জন তাদের ওপর দেশীয় অস্র নিয়ে হামলা করে গুরুতর জখম করে।

এতে গুরুতর আহত হয়ে তারা হাসপাতালে ভর্তি কিন্ত মামলা দায়ের হলেও আসামিরা এখনো গ্রেফতার হয়নি। প্রভাবশালী নেতাদের ছত্রছায়ায় থাকার কারণে এই সন্ত্রাসীরা এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে যাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার দাবি করছি।

আহত লাল মিয়ার ছেলে তাজাম্মুল ইসলাম বাদী হয়ে ত্রিশাল থানায় এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেছেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, ঘটনার দিনই এবিষয়ে মামলা নথিভুক্ত করা হয়েছে। ওইদিন থেকেই আসামিদের ধরতে তৎপরতা চালানো হলেও পলাতক থাকায় তাদের এখনো ধরা সম্ভব হয়নি। আমাদের অভিযান অব্যহত রয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ