শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩২

নকল ডিজিএফআই হলেও আসলের মতোই ভাবসাব

প্রকাশনার সময়: ১৭ জানুয়ারি ২০২৫, ১৭:০৩

সাভারের আশুলিয়ায় ভয়ভীতি দেখিয়ে নিরীহ মানুষের কাছে টাকা আদায় করতে এসে ভুয়া এক ডিজিএফআই পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে বাইপাইল এসএ পরিবহনের গলি থেকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা সেনাবাহিনী, ডিজিএফআই সহ বিভিন্ন বাহিনীর ভুয়া পরিচয়পত্র জব্দ করে পুলিশ। মূলত তার নামে বানানো এসব ভুয়া কার্ড দেখিয়ে চাঁদাবাজি করতেন। নকল হলেও আসলের মতই ভাবসাব ছিলো তার।

গ্রেপ্তার মো. সাব্বির রহমান (২৮), সাতক্ষীরা সদরের ভোনা গ্রামের আব্দুল করিমের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থেকে বিভিন্ন সময় সেনাবাহিনী সদস্য কখনো ডিজিএফআই সদস্য পরিচয়ে নিরীহ মানুষকে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।

থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাইপাইল এলাকায় সেনাবাহিনী পরিচয়ে পথচারীদের কাছ থেকে চাঁদা আদায়কালে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দেন। এরপর থানা পুলিশ ও যৌথবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

রাসেল নামের একজন বলেন, সব্বির নামের এই ব্যক্তি এসএ পরিবনের গলিতে বাসা ভাড়া থাকে। আমাদের কাছেও তো সে নিজেকে ডিজিএফআই পরিচয় দিতো। শুনেছি এই পরিচয়ে অনেকের কাছ থেকে টাকাও নিয়েছে। এখন শুনি সে নাকি ভুয়া। তবে ভুয়া হলেও আসলের মতোই ভাবসাব নিতো।

সাদ্দাম নামের স্থানীয় একজন বলেন, সে তো আমার কাছেও ডিজিএফআই পরিচয় দিয়েছে। আমাদের সামনে অনেক উচ্চ পর্যায়ের লোকদের ফোন করে কথা বলতো। তাকে ডিজিএফআই মনে করতাম। শুনেছি অনেকের কাছ থেকে টাকাও নিয়েছে। এখন শুনছি তাকে ধরে পুলিশে দিয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ জালাল বলেন, সাব্বির নামের এই ব্যক্তি ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজি করে এমন প্রমাণ মিলেছে। তাকে মামলাসহ আদালতে পাঠানো হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ