ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

ভারতে অনুপ্রবেশ, বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

প্রকাশনার সময়: ১৫ জানুয়ারি ২০২৫, ১৩:৫৫

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত থেকে আলিমুর রেজা নামে এক বাংলাদেশি নাগরিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)৷

মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়৷ বিজিবির ঠাকুরগাঁও-৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

বিজিবি অধিনায়ক জানান, ভারতে অনুপ্রবেশের অভিযোগে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। তার পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। তাকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, বেশ কয়েকদিন ধরে আমজানখোর ইউনিয়নের হরিণমারী হাট এলাকা সহ বিভিন্ন স্থানে ওই ব্যক্তিকে দেখা গেছে। তিনি তার নাম-ঠিকানা কিছুই বলতে পারেন না। প্রাথমিকভাবে তাকে মানসিকভারসাম্যহীন বলে স্থানীয়দের মনে হয়েছে।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ