ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬

বেক্সিমকোর ৪০ হাজার শ্রমিকের মানববন্ধন

প্রকাশনার সময়: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:৩৭

ব্যাংক সুবিদা চালুসহ কারখানা খুলে দেয়ার দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬টি কারখানার প্রায় ৪০ হাজার শ্রমিক ১৬ কিলোমিটার সড়কজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় সাভারের নবীনগর থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত ঢাকামুখী লেনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। প্রায় দুই ঘণ্টা এই কর্মসূচি স্থায়িত্ব ছিল।

এদিন সকাল থেকেই বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৬ কাখানার হাজার হাজার শ্রমিকের ঢল নামে নবীনগর-চন্দ্রা মহাসড়কে। মানববন্ধনে অংশ নিতে শ্রমিকদের সাথে যোগ দেন স্থানীয় দোকানদার সহ বাড়িওলারাও।

এক বাড়িওলা বলেন, বেক্সিমকো চালু থাকলে আমাদের এলাকা সচল থাকে। আমরা অনেকেই ব্যাংক লোন নিয়ে বাড়ি করেছি, ভাড়াটিয়া না থাকলে দেউলিয়া হয়ে যাব।

হাবিব নামের এক মুদি দোকানি বলেন, চক্রবর্তী এলাকায় আমার একটা ছোট্ট মুদি দোকান। এই দোকানেই আমার সংসার চলে। বেক্সিমকোর লোকজন দোকান থেকে বাকি খায়। কারখানা বন্ধ থাকায় বাকি পরিশোধ করতে পারছে না। এতে আমিও পড়েছি মহাবিপদে।

কোয়ালিটি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন বলেন, বেক্সিমকো অনেক দিন যাবৎ চলছে না। হাজার হাজার লোক এখানে কাজ করে। কারখানা বন্ধ থাকায় আমরা বেকার হয়ে পড়েছি। বেতন ভাতা ঠিক মত না হলেও বাড়িওয়ালারা তো ছাড় দেয় না। আজকের মানববন্ধনের উদ্দেশ্য কোম্পানির এলসি খুলে দেয়া এবং বন্ধ কারখানা চালু করে আমাদের কাজ করার সুযোগ করে দেয়ার।

জামিলা বেগম বলেন, কারখানা বন্ধ থাকায় আমরা খুব কষ্টে আছি। দোকানদার আর বাড়িওলাদের বকেয়া টাকা পরিশোধ করতে পারছি না। এনিয়ে প্রতিদিন বেশি কথা শুনতে হয়। অন্য কারখানায় আমাদের চাকরিও হচ্ছে না।

হারুন অর রসিদ বলেন, গত দুইমাস যাবৎ বেক্সিমকো বন্ধ থাকায় আমরা প্রায় ৪০ হাজার নারী পুরুষ বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছি। কারো দয়ায় বেঁচে থাকতে চাই না। আমাদের কোম্পানির এলসি খুলে দেয়া সহ ব্যাংক সুবিধা চালু করে কারখানা খুলে দিলেই এতগুলো লোকের কর্মসংস্থান চালু হবে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ