ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬

ভালুকায় ছাত্রলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৫, ২১:৩৮
ছবি- ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান মনির

ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান মনির ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামবাসী।

মনির এক সময় আওয়ামী লীগ সমর্থক ও ছাত্রলীগ নেতা হলেও বর্তমানে বড় ভাই যুবদল নেতা দিপুর পরিচয়ে এলাকায় বিভিন্ন রকম অপকর্ম করে যাচ্ছেন।

জানা যায়, মনিরুজ্জামান মনির এক সময় কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সহ-সম্পাদক ছিলেন। রাজনৈতিক পরিচয়ে এলাকায় বিভিন্ন রকম অপকর্ম করে আসছিলেন। ওই সময় ভালুকা মডেল থানা ও ময়মনসিংহ জেলা কোর্টে তাদের নামে একাধিক অভিযোগ হয়। কিন্তু অজানা কারণে তাদের কোনো বিচার হয়নি। সরকার পতনের পর থেকে রাজনৈতিক পরিচয় পালটে তার বড় ভাই যুবদল নেতা দিপুর পরিচয়ে এখনো বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেন এলাকায়।

নিশিন্দা গ্রামের মুদি দোকানি মনসুর বলেন, মনির সহ কয়েকজন আমার দোকানের সামনে ময়লা ফেলে রাখে। গ্রামের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ। তাদের বিচার চাই।

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক জানান, মনিরদের একটা ফ্যামিলির কাছে পুরো গ্রামের মানুষ জিম্মি। এলাকার রাস্তা বন্ধ করে রাখছে। রাস্তায় ময়লা ফেলে রাখে। এদিক দিয়ে চলাচল করা যায় না।

ওই গ্রামের কাশেম তরফদার বলেন, মনিররা সরকারি হালটের রাস্তা দখল করে রাখছে। আমাদের বাচ্চারা এদিক দিয়ে গেলে শরীরে ময়লা ফেলে দেয়। অশালীন গালিগালাজ করে। তাদের কাছে জিম্মি হয়ে আছি।

অভিযুক্ত মনিরের ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

ভরাডোবা ইউনিয়ন প্রশাসক কৃষিবিদ সাইদুর রহমান জানান, উপজেলা প্রকৌশলী মো. মাফুজুর রহমানকে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করেছি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ