ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১, ১৩ রজব ১৪৪৬

চাঁদা না পেয়ে প্রকৌশলীর সামনেই ঠিকাদারকে মারধর করে টাকা লুট

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৫, ১৮:৫১

পটুয়াখালীর মির্জাগঞ্জে চাঁদা না পেয়ে বক্স কালভার্ট নির্মাণ কাজের সাব ঠিকাদার মোস্তাফিজুর রহমান মিঠু ও তার সহকর্মীকে মারধরের অভিযোগ ওঠেছে।

রোববার (১২ জানুয়ারি) বিকালে আহতের পিতা এ্যাড. মিজানুর রহমান মির্জাগঞ্জ সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন। আহতরা পটুয়াখালী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

স্থানীয় ও ঠিকাদার সূত্রে জানা যায়, ঠিকাদারি প্রতিষ্ঠান মের্সাস খায়রুল কবির রানা এন্টার প্রাইজ টেন্ডারের মাধ্যমে বক্স কালর্ভাট নির্মাণের কাজ পায়। ওই কাজ মোস্তাফিজুর রহমান মিঠু নামে এক ঠিকাদারের কাছে বিক্রি করে দেন মের্সাস খায়রুল কবির রানা এন্টার প্রাইজের স্বত্বাধিকারি খাইরুল কবির রানা। কাজের শুরু থেকে জুয়েল গাজী ও তার সহযোগীরা বিভিন্ন সময় ঠিকাদারের কাছ থেকে চাঁদা দাবি করেন।

রোববার (১২ জানুয়ারি) উপজেলা এলজিইডির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলামের সামনেই বক্স কালর্ভাটের বেড ঢালাইয়ের কাজ চলছিল। এরই মধ্যে জুয়েল গাজী ও তার ভাই সজল গাজীর নেতৃত্বে ৭/৮ জন লোক এসে কাজের বাধা দেয় এবং সে তার পূর্বের দাবিকৃত চাঁদার টাকা দেয়ার জন্য চাপ দেন। ঠিকাদার মোস্তাফিজুর রহমান চাঁদার টাকা দিতে অস্বীকার করলে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাকে ও তার সহকর্মী মিরাজকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। মোস্তাফিজুরের কাছে থাকা শ্রমিকদের বেতন, মালামাল ক্রয়ের জন্য আনা এক লাখ টাকা ও তার সহকর্মী মিরাজের কাছে থাকা চল্লিশ হাজার পাঁচশত টাকা নিয়ে যান তারা। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মোস্তাফিজুর ও মিরাজকে আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।

অভিযুক্তরা হলেন- উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জয়নাল গাজীর ছেলে জুয়েল গাজী তার ছোট ভাই সজল গাজীসহ অজ্ঞাত আরও ৭/৮ জন। এর আগেও অভিযুক্ত জুয়েল গাজীর বিরুদ্ধে মির্জাগঞ্জ শাখার ব্রাক কর্মীকে যৌন হয়রানির মামলা হয়েছে।

এ বিষয়ে ঠিকাদার মোস্তাফিজুর রহমান মিঠু ফোনে বলেন, বিভিন্ন সময় জুয়েল গাজী ও তার সহযোগীরা আমার কাছে চাঁদা চেয়েছেন। চাঁদা না পেয়ে তারা আমার ও সহকর্মীকে মারধর করে টাকা ছিনিয়ে নেন। তাদের বাধার কারণে শ্রমিকরা ঠিকমতো কাজ করতে পারছেন না।

এ বিষয়ে জুয়েল গাজীর কাছে জানতে চাওয়া হলে, তিনি প্রথমে মারামারির কথা অস্বীকার করেন এবং কথার বলার এক পর্যায়ে বলেন, ঠিকাদাররা আমাদের মারধর করছেন বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, জুয়েল গাজী ও তার ভাই সজল সাইডের পানির পাম্প বন্ধ করলে ঠিকাদার ও জুয়েলের মধ্যে কথা-কাটাকাটি হয়। আমি ও আমার অফিসের দুই সহকর্মী এসে দুই পক্ষকে সরিয়ে দেই এবং দুই পক্ষ চলে যায়। কিছু সময় পর জুয়েল ১৫/২০ জন লোক নিয়ে এসে ঠিকাদার ও তার সহকর্মীকে মারধর করে। স্থানীয়রা এগিয়ে না আসলে ঠিকাদার ও তার সহকর্মীকে রক্ষা করা কঠিন হতো। ঠিকাদারের কাজের মান খুবই ভালো। তারা অসৎ উদ্দেশ্য হাসিলের উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে।

উপজেলা প্রকৌশলী চন্দন কুমার চক্রবর্তী বলেন, ৩নং আমড়াগাছিয়া ইউনিয়নের গাউয়া খালের উপর বক্স কালর্ভাট নির্মাণের কাজ চলছে। সেখানে সংশ্লিষ্ট ঠিকাদারকে মারধরের কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং পুলিশকে জানানো হবে।

এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার বলেন, আজ উপজেলা আইন-শৃঙ্খলা মিটিংয়ে ঠিকাদারকে মারধরের কথা শুনেছি, লিখিত কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনিব্যবস্থা নেওয়া হবে। অপরাধী কেউ পার পাবে না।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ