চট্টগ্রামের মিরসরাইয়ে ৭৫ বছর বয়সী এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় সড়কের পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী অভি রহমান জানান, তিনি সোনাপাহাড় এলাকার ফেবো পেট্রোল পাম্পের পাশে সড়কের ধারে ডোবায় একটি নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় থানায় খবর দেন। জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই নারী মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। স্থানীয়রা তাকে কয়েকদিন ধরে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখেছিলেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটি অফিসার ডা. নাছরিন নাহার মিতু জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ