ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১, ১২ রজব ১৪৪৬

এইচএমপিভি ভাইরাস রোধে নাকুগাঁও স্থলবন্দরে নেই সতকর্তা

প্রকাশনার সময়: ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:০২

ভারতসহ কয়েকটি দেশে হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ছড়িয়ে পড়লেও তা প্রতিরোধে শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর ও ইমিগ্রেশনে কোনো সর্তকতামূলক ব্যবস্থা নেয়া হয়নি। স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই যাত্রীরা এই বন্দরের ইমিগ্রেশন দিয়ে ভারত ও ভুটানে দেদারসে যাতায়াত করছেন। বিশেষ করে আমদানি-রপ্তানি পণ্য নিয়ে ট্রাকচালক ও হেলপাররা দুই দেশে আসা-যাওয়া করছেন। তবে বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারি নির্দেশনা না থাকলেও মৌখিকভাবে সচেতন করে যাচ্ছে।

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থলবন্দরের গেইটে দু’জন দাঁড়িয়ে আছেন, বন্দরের ভেতরে কর্মকর্তা বসে আসেন। কিন্তু কোন রুম কিংবা বাইরে এইচএমপিভি ভাইরাস প্রতিরোধে কোন ধরণের যন্ত্রপাতি কিংবা স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেই। কাগজপত্র সঠিক থাকলে কোন ধরণের পরীক্ষা ছাড়াই ভারতে প্রবেশ করতে পারছেন।

স্থানীয় অনেকেই বলছেন, তারা এ ভাইরাসের সম্পর্কে অবগত না। আবার অনেক সচেতন নাগরিক বলছেন, এই ভাইরাস যেহেতু ভারতে শনাক্ত হয়েছে, সেহেতু এই বন্দরে স্বাস্থ্য পরীক্ষা যন্ত্রপাতি বসানো উচিত।

হালুয়াঘাটের বাসিন্দা ভারতের পাসপোর্টধারী যাত্রী আকরাম হোসেন বলেন, এক ভাইয়ের কাছ থেকে শুনেছি এই ভাইরাসের নাম। বিভিন্ন খবরে দেখেছি নতুন এই ভাইরাসের নাম। যদি করোনার মতো এই ভাইরাস ছড়িয়ে পড়ে তাহলে মুশকিল হয়ে যাবে। তাই আগে থেকেই সতর্কতার সাথে অবশ্যই কর্তৃপক্ষ স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্যবস্থা গ্রহণ করবে বলে মনে করি।

স্থানীয় বাসিন্দা আব্দুর বলেন, এমন নাম শুনি নাই এখনো, করোনা ভাইরাসের নাম শুনেছিলাম। করোনার সময় এই বন্দর বন্ধ ছিল। যদি নতুন করে এই ভাইরাস আসে, তাহলে আগে থেকেই ঠিকঠাক (সর্তক) থাকতে হবে। প্রয়োজন হলে বন্দরের ভেতরে কিংবা বাইরে পরীক্ষা করার যন্ত্রপাতি বসানো উচিত।

নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক জাহিদুল ইসলাম বলেন, ‘এখনো ওইভাবে কোন পদক্ষেপ নেই। কারণ কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে সরকারিভাবে আমাদের কাছে কোন নির্দেশনা আসেনি। যার ফলে এই বন্দরের ইমিগ্রেশন দিয়ে পরীক্ষা ছাড়াই যাত্রীরা যাতায়াত করছেন। যেহেতু এখন পর্যন্ত কোন সরকারি নির্দেশনা নেই, সেহেতু মৌখিকভাবে সচেতন করে যাচ্ছি। যদি আমাদের স্থলবন্দর কর্তৃপক্ষের মাধ্যমে চেয়ারম্যান মহোদয় কোন নির্দেশনা দেন, তাহলে তাৎক্ষণিকভাবে সেভাবে ব্যবস্থা গ্রহণ করবো।’

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘মন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোন নির্দেশনা আমরা পাইনি। নির্দেশনা পেলে অবশ্যই সেভাবে জেলা স্বাস্থ্য বিভাগ কাজ করবে।’

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ