ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

চাঁদার জন্য আশুলিয়ায় চা দোকানিকে গুলি, গ্রেপ্তার ৩

প্রকাশনার সময়: ১১ জানুয়ারি ২০২৫, ১৯:৪৮

সাভারের আশুলিয়ায় চাঁদা না দেয়ায় চা দোকানিকে মারধরের পর পায়ে গুলি করার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্দ করা হয়েছে একটি মোটরসাইকেল। তবে এখনো উদ্ধার হয়নি ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানান আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী। গতকাল রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার দুপুরে গোরাট এলাকার ডেবুনিয়ার গার্মেন্টসের দুই নং গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ সৈনিক রহমান শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নাম সহ অজ্ঞাত আরো ১০-১২ জনের নামে আশুলিয়া থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- মাসুদ পারভেজ রানা,কালা পারভেজ (৪৫), ইয়ার হোসেন(২৪) ও খোকন তালুকদার (১৯)।

ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিকী জানান, গত ৯ জানুয়ারি চাঁদা না দেয়ায় চা দোকানি সৈনিক রহমান শাহিনকে মারধরের পর গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এঘটনায় গুলিবিদ্ধ সৈনিক রহমান শাহীনের মা নাজমা বেগম বাদি হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করে। গতকাল রাতে আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামিসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান আছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ