লালমনিরহাটের কালীগঞ্জের তুষভান্ডার ইউনিয়নের সুন্দ্রাহবী গ্রামের সরিষাচাষি সামসুল হক কৃষি অফিসের পরামর্শে বিনা চাষে ৪ বিঘা জমিতে স্বল্প জীবনকালের বারি সরিষা ১৪ আবাদ করেছেন। সরিষা ঘরে ওঠানোর পর একই জমিতে ধান লাগাবেন। এর আগে আমন ধান কাটার পর বোরো ধান শুরু করার আগ পর্যন্ত এসব জমিন প্রায় ৯০ দিন পড়ে থাকতো।
উপজেলার চলবলার সোনারহাট এলাকার কৃষক সাইফুল ইসলাম বলেন, সরিষা চাষ করতে প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ১৫০০ টাকা, নিড়ানি, পাতলাকরণ বাবদ ২০০০ টাকা, সেচ বাবদ ১৫০০ টাকা সেভ হয়। আশা করছি সরিষা চাষের জন্য জমিতে যে সার ব্যবহার করি পরবর্তীতে বোরো ধান আবাদের সময় সার বেশি দেওয়া লাগে না। এতে আমাদের খরচ অনেকটা কমে যায়।
উপজেলা কৃষি অফিসার তুষার কান্তি রায় জানান, প্রণোদনার আওতায় আমরা আমন ধান এবং বোরো ধানের মাঝের সময়ের পতিত জমিতে বোনাস ফসল হিসেবে বিনা চাষে সরিষার জন্য ২৫ বিঘাতে জমিতে উপজেলার বিভিন্ন চাষিকে বীজ ও সার সরবরাহ করেছি। বাড়তি আয়ের উৎস হিসেবে কৃষকরা সাধারণত সরিষা চাষ করে থাকেন। এ ফসল বিক্রি করে যে টাকা পায় তা দিয়ে ধান রোপণ কাজে ব্যয় করেন। পাশাপাশি উপ-সহকরী কৃষি কর্মকর্তারা মাঠ পর্যায়ে গিয়ে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছেন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ