ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬

কালিয়াকৈরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

প্রকাশনার সময়: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫১ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:৫৩

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘষের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আনুমানিক বিকেল ৫টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের উপজেলার চাপাইর ইউনিয়নের চেয়ারম্যান বাজার এলাকা থেকে পাঁচজন যাত্রী নিয়ে অটোরিকশা চালক করিম মিয়া কালিয়াকৈর উদ্দেশে রওনা দেন।

পথে কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক চেয়ারম্যান বাজার এলাকায় পৌঁছালে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই নয়ন নামের এক অটোরিকশা আরোহী নিহত হন। পরে স্থানীয়রা আহত চারজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অটোচালক করিম মিয়াকে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনজন চিকিৎসা অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।

কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ