ছাত্রদলের মূলনীতি হলো শিক্ষা, ঐক্য, প্রগতি অন্যদিকে শিক্ষা, শান্তি, প্রগতি ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের স্লোগানকে ছাত্রদলের মূলনীতি উল্লেখ করে বক্তব্য দেওয়ায় সম্প্রতি আলোচনা- সমালোচনার মুখে পড়েছে স্থানীয় এক ছাত্রদল নেতা।
ছাত্রদল নেতার নাম মো. নাজমুল হোসেন মৃধা। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক।
গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে উপজেলার সুলতানাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্ণনামেন্টের আয়োজন করা হয়েছিল।
সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন মৃধা। খেলা শেষে পুরস্কার বিতরণের পূর্বে আলোচনা সভায় তাকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করা হলে তিনি ছাত্রদলের মূলনীতি শিক্ষা, ঐক্য, প্রগতির স্থলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের স্লোগান শিক্ষা, শান্তি, প্রগতি বলে চালিয়ে যান।
পরে এই ঘটনার একটি ভিডিওটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে রাজনৈতিক মহলে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। বিব্রতকর পরিস্থিতিতে পড়ে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের নেতা-কর্মীরা।
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মৃধা সাংবাদিক পরিচয় পেয়ে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এবিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোখলেস বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মূলনীতিকে ছাত্রদলের মূলনীতি বলে বক্তব্য দেয়া দুঃখজনক। সে পূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বিধায় এখনো সেই আদর্শ ভুলতে পারে নাই।
এবিষয়ে জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদ বলেন, আমরা তাকে শোকজ করব। শোকজের জবাব সন্তোষজনক না হলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, ছাত্রদলের মূলনীতি হলো শিক্ষা, ঐক্য, প্রগতি। ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠা পায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এই ছাত্র সংগঠন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ