ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

‘শেখ হাসিনা বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে’

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৫২

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ বলেছেন, একটি রাষ্ট্র এখন মেরামতের প্রশ্ন এসেছে। আমাদের জাতীয় নেতা জাতির কর্ণধার তারেক রহমান বিচার বিশ্লেষণ করে জুলাই বিপ্লবের আগে ২৭ দফা কর্মসূচি দিয়েছিলেন। পরবর্তীতে সকলের সাথে আলোচনা করে রাষ্ট্র পরিচালনা করার জন্য ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা দাবি দিয়ে রাষ্ট্র মেরামত করা সম্ভব।

রোববার (৫ জানুয়ারি) বিকেলে আশুলিয়া থানা বিএনপির আয়োজনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শ্রীপুর এলাকায় থানা বিএনপির অন্তর্গত পাঁচটি ইউনিয়ন নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট আব্দুস সামাদ আজাদ বলেন, একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য বিএনপির নেতাকর্মীসহ দেশের জনগণ অত্যাচারিত হয়েছেন, বেগম খালেদা জিয়া কারাগারে গিয়েছেন, তারেক রহমান দেশ থেকে দূরে রয়েছেন। শেখ হাসিনা ক্ষমতায় এসে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

প্রধান উপদেষ্টার কাছে প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি।

এই কর্মশালায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বৈষম্যবিরোধী আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের অবদান তুলে ধরে বলেন, শেখ হাসিনা সরকার পতনে ছাত্রদের পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাসহ দেশের জনগণ একসঙ্গে কাজ করেছে।

কর্মশালায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, সুশাসনের বাংলাদেশ ও জবাবদিহিতার সরকার গঠনে তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন। এই ৩১ দফা দেশের প্রত্যেকটি জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। সে লক্ষ্যে সকলকে কাজ করার আহ্বান জানান তিনি।

আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টুসহ স্থানীয় নেতাকর্মীরা।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ