ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬

ঘুষের টাকা না দেওয়ায় বিএনপি নেতার নেতৃত্বে কৃষকের ৪ গরু লুট

প্রকাশনার সময়: ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪০ | আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫, ১৫:৪২

ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানার টাংগাব গ্রামে শুক্রবার (৩ জানুয়ারি) দিনে-দুপুরে শামছুল ইসলাম নামের এক কৃষকের চারটি গরু লুট হয়। সালিশ-দরবারের ঘুষের টাকা না পেয়ে স্থানীয় বিএনপি নেতা ইসলাম উদ্দিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী এ গরু লুটের সাথে জড়িত বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও ভাইরাল হলে সন্ধ্যায় পাগলা থানা পুলিশ গরুগুলো উদ্ধার করে।

ভুত্তভোগী টাংগাব গ্রামের শামছুল ইসলাম (৭০) জানায়, সে একই গ্রামের আমানুল্লাহ এর কাছ থেকে দুইলাখ টাকা সুদে ধার নেয়। সে আমানুল্লাহকে লাভসহ দুই লাখ ২৫ হাজার টাকা পরিশোধ করে। সালিশ-দরবার করে বিষয়টি মধ্যস্থতা করে টাংগাব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপি সভাপতি ও পার্শ্ববর্তী ভরপুর গ্রামের ইসলাম উদ্দিন। মধ্যস্থতার বিনিময়ে বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও তার লোকজন শামছুল ইসলামের কাছে ৫০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা না পেয়ে শুক্রবার সকাল ১১টার দিকে বিএনপি নেতা ইসলাম উদ্দিন (৪৫), ইমরান (৩৫), কাশেমের (৩৫) নেতৃত্বে ৫/৬ জন সশস্ত্র লোক শামছুল ইসলামের বাড়িতে এসে শামছুল ইসলামকে হুমকি দিয়ে যায়। বিকেল সাড়ে ৪টার দিকে ইসলাম উদ্দিন ও তার লোকজন আবার শামছুল ইসলামের বাড়িতে এসে ৫০ হাজার টাকা দাবি করে। দাবিকৃত টাকা পেয়ে তারা শামছুল ইসলামকে মারধর করে ৪টি গরু লুট করে নিয়ে যায়। প্রতিবেশী গৃহবধূ শান্তা (৩০) ঘটনাটি গোপনে ভিডিও করেন।

ভিডিও রাতেই ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পোস্ট করা ভিডিওতে উপজেলার বিএনপির নেতাকর্মীরাই সন্ত্রাসী বিএনপি নেতা ইসলাম উদ্দিন ও তার সাঙ্গপাঙ্গদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বহিস্কার দাবি করেন। দিনে-দুপুরে কৃষকের বাড়ি থেকে ৪টি গরু লুট হওয়ার ভিডিওটি ভাইরাল হলে পাগলা থানা পুলিশ তৎপর হয়ে রাতেই গরুগুলো উদ্ধার করে কৃষক শামছুল ইসলামকে বুঝিয়ে দেয়।

কৃষক শামছুল ইসলাম বলেন, গরু নিয়ে যাওয়া বিএনপি নেতারা পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আল ফাতাহ খানের অনুসারী। পুলিশের তৎপরতায় ৪টি গরু ফেরত পেয়েছি। তবে সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে। বাড়ি থেকে বের হতে পারছি না।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বলেন, শামছুল ইসলামের লুট হওয়া চারটি গরু উদ্ধার করে তাকে ফেরত দেওয়া হয়েছে। ভুক্তভোগী মামলা করতে চাইলে মামলা নেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ