ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬

বছরের সর্বনিম্ন ৫.৮ তাপমাত্রায় কাঁপছে পঞ্চগড়

প্রকাশনার সময়: ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:৫৭

হিমালয়কন্যা খ্যাত উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। প্রচণ্ড শীতে জবুথবু হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে রাতে বেশি শীত অনুভূত হচ্ছে। রাতে কুয়াশার ঘনত্বও বেশি থাকছে। এ কারণে রাতে সড়কগুলোয় ধীরগতিতে যান চলাচল করছে।

আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তাপমাত্রা আবারও কমেছে রংপুরে। মাঘের হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। বাড়ছে শীতজনিত রোগবালাই।

ঠাকুরগাঁওয়ে বইছে শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসের দাপটে দিশেহারা মানুষ। শীতজনিত রোগবালাই দেখা দিয়েছে মাঠের আলু ও টমেটো ক্ষেতে।

গাইবান্ধাতেও কমছে না শীতের প্রভাব। মাঘের কনকনে ঠান্ডায় দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ।

জনজীবনের পাশাপাশি তীব্র শীতের প্রভাব পড়েছে সিরাজগঞ্জের ফসলের মাঠে। নষ্ট হচ্ছে ধানের বীজতলা আর সরিষা ক্ষেত।

তীব্র শীতে স্তবিরতা নেমেছে টাঙ্গাইলের জনজীবনেও। ঘন কুয়াশায় দুর্ঘটনা থেকে বাঁচতে দিনেও হেডলাইট জ্বালিয়ে চলতে হয় গাড়ি।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ