সাভারের আশুলিয়ায় নিখোঁজের ৬ দিন পর হৃদয় নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার কবিরপুর এলাকায় বাংলাদেশ বেতারের সিমানা প্রাচীরের ভিতর থেকে মাটিচাপা অবস্থায় মরদেহ উদ্ধার করা পুলিশ।
নিহত হৃদয় (১৮) জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি গ্রামের বিল্লাল হোসেনের ছেলে। সে গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর এলাকায় হারুন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
নিহতের স্বজনদের বরাত দিয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, গত ২৮ ডিসেম্বর হৃদয় নিখোঁজ হয়। পরে বৃহস্পতিবার দুপুরে কবিরপুর বাংলাদেশ বেতারের সীমানা প্রাচীরের ভিতর হালকা মাটিচাপা দেয়া হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ কল দেন স্বজনরা। এরপর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়। ধারণা, পরিকল্পিতভাবে নির্জন এলাকায় ডেকে এনে শ্বাসরোধ করে হত্যার পর মাটিচাপা দিয়ে রেখেছে হত্যাকারীরা।
নিহতের মা বলেন, সকালে ঘর ঝাড়ু দিচ্ছিলাম, এ সময় খবর আসে আমার ছেলে বেতার কেন্দ্রের ভেতর কাদার মধ্যে পড়ে আছে। এসে দেখি মরদেহ পড়ে আছে। এই বলেই ছেলের শোকে মূর্ছা যাচ্ছিলেন তিনি।
এ ব্যাপারে আশুলিয়া থানার আশুলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, গত শনিবার সকালে বাসা থেকে বের হয়ে যায়। আজ স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ