ঢাকা, রবিবার, ৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬

জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার

প্রকাশনার সময়: ০২ জানুয়ারি ২০২৫, ১৬:১০

পটুয়াখালীর দশমিনার সদর ইউনিয়নের নিজাবাদ গ্রামের মেহের মোল্লা বাড়ি সংলগ্ন বাঁশের সাঁকোটি মরণফাঁদে পরিণত হয়েছে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই খালের ওপর একটি সেতু নির্মাণের দাবি জানালেও তা আমলে নেয়নি কর্তৃপক্ষ।

জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নিজাবাদ ও উত্তর লক্ষ্মীপুর গ্রাম দুইটির মধ্যে অবস্থিত খালটি খনন করে। এতে চরম দুর্ভোগে পড়েছে দুই গ্রামের পাঁচ শতাধিক কৃষক পরিবার। এরপরে কয়েক বছর আগে স্থানীয় যুবকদের উদ্যোগে ওই খালে একটি অস্থায়ী বাঁশের সাঁকো নির্মাণ করা। তাও এখন মরণফাঁদে পরিণত হয়েছে।

নিজাবাদ গ্রামের কৃষক আজাহার মৃধ্য বলেন, গরু মহিষসহ আমার উৎপাদিত কৃষি পণ্য নিয়ে যাতায়াতে খুবই দুর্ভোগ পোহাতে হয়। একটি সেতু নির্মাণ হলে দুই গ্রামের মানুষ নিরাপদে চলাচল করতে পারবো। কিন্তু এ ব্যাপারে কেউ কোনো পদক্ষেপ নেয় না নেওয়ায় আমাদের ছেলে-মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে স্কুলে আসা যাওয়া করছে।

একই গ্রামের আহমেদ মোল্লা বলেন, চার বছর আগে আমাদের বাড়ির সামনের খালটি সরকার খনন করে। এতে চরম ভোগান্তি পোহাতে হয় গ্রামের নয় শতাধিক মানুষের। প্রতিনিয়ত আমরা জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে চলাচল করছি।

শিশু শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন,জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়ে স্কুলে আসা যাওয়া করি। প্রায় সময়ই বই খাতাসহ স্কুলের ব্যাগ খালে পড়ে যায়। একটি সেতু করে দিলে ভালোভাবে স্কুলে যাতায়াত করতে পারবো, অন্যথায় আমরা অকালেই শিক্ষা ব্যবস্থা থেকে ঝরে পরবো।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ