ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পল্লী কবি জসিম উদ্দীনের ১২২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে বুধবার (১ জানুয়ারি) সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন এর উদ্যোগে শহরের অম্বিকাপুরে অবস্থিত পল্লী কবি জসীমউদ্দীনের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। পরে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছীন কবিরের সভাপতিত্বে আলেচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরে পুলিশ সুপার আব্দুল জলিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি পুত্র খুরশিদ আনোয়ার, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম লাল, অধ্যাপক শেখ আব্দুস সামাদ, অধ্যাপক আলতাফ হোসেন, সাহিত্যিক ও সাংবাদিক মফিজ ইমাম মিলন, প্রমূখ।
সভায় বক্তারা পল্লী কবির জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, পল্লীকবি তার লেখাতে সাধারণ মানুষের সুখ-দুঃখের কাহিনী তুলে ধরেছেন। তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। বিশ্বে বাংলা সাহিত্যকে অনেক উচ্চ আসনে অধিষ্ঠিত করেছেন। পল্লী কবির জীবন দেশ ও জাতির জন্য গৌরবময় স্মৃতি স্মরণ হয়ে থাকবে।
এ সময় পল্লী কবির আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে কবির কবরে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ফরিদপুরের ফেসক্লাব, সরকারি, বেসরকারি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।
বাংলা সাহিত্যের এই অন্যতম প্রাণপুরুষ ১৯০৪ সালে মতান্তরে ১৯০৩ সালে ফরিদপুরের সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে মাতুতালয়ে জন্মগ্রহণ করেন। তার বাবা আনসারউদ্দিন মোল্যা একজন স্কুলশিক্ষক ছিলেন। মায়ের নাম ছিল আমিনা খাতুন।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ