দিনাজপুরে প্রচণ্ড শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কনকনে শীত ও হিমেল হাওয়ায় খেটে খাওয়া মানুষ গরম কাপড়ের অভাবে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে। রাতের বেলা বৃষ্টির মতো কুয়াশার পড়ছে।
আজ বুধবার (১ জানুয়ারি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন এ তথ্য জানিয়েছেন।
নিয়মিত বুলেটিনে তারা জানায়, মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকছে। এতে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
এদিকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।
নয়াশতাব্দী/জিএস
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ