ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বামীর গরম তেলে দগ্ধ হয়ে স্ত্রীর মৃত্যু

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২১, ২০:০০ | আপডেট: ০৬ অক্টোবর ২০২১, ২০:০৮

স্বামীর গরম তেলে দগ্ধ হয়ে গৃহবধূ স্বর্ণা বেগম (৩৫) মারা গেছেন। ঢাকাস্থ শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৩ দিন পর বুধবার ভেরে তিনি মারা যান।

নিহত গৃহবধূ জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের পিংনা এলাকার সেজনু মিয়ার স্ত্রী (৪০) ।

নিহত স্বর্ণা বেগমের মা শিরিনা বেগম অভিযাগ করেন, বিয়ের পর থেকেই তার জামাই মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করে আসছিল। স্বর্ণা বেগম বাধ্য হয়ে সাভারের জিরানী এলাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি নেয়। ঠিকানা সংগ্রহ করে গত ২৪ সেপ্টেম্বর সেজনু সেখানেও যায়। রাতে ঘুমন্ত অবস্থায় সে স্ত্রীর শরীরে গরম তেল ঢেলে দেয়। রাতেই তাকে বাড়িতে এনে পরদিন সকালে সরিষাবাড়ী হাসপাতালে রেখে স্বামী পালিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হলে সেখানে ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার ভোরে তিনি মারা যান।

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুল লতিফ জানান, ঘাতক স্বামীর বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ