ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

ঠাকুরগাঁওয়ে স্বামীর হাতে স্ত্রী খুন

প্রকাশনার সময়: ০৬ অক্টোবর ২০২১, ১৪:২১

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নিজের স্ত্রী রোকসানা বেগম (৫৫) কে খুন করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী হাবিবুর রহমান (৫৮) নামের এক ব্যক্তি।

বুধবার (৬ অক্টোবর) রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নাড়াদিঘী গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কিছু ঝামেলাকে কেন্দ্র করে বেশ কিছুদিন থেকেই হাবিবুর ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিলো। ঘটনার দিন ভোরে রোকসানা ঘুমিয়েছিলো। সেই সময় একটি লোহার রড দিয়ে মাথায় আঘাত করলে রোকসানা ঘটনাস্থলেই মারা যায়। পরে থানায় গিয়ে নিজেই ঘটনার সকল বিবরণ দেন ঘাতক স্বামী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ ইকবাল জানান, হত্যার ঘটনাটি হাবিবুর নিজেই স্বীকার করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নয়া শতাব্দী/জেআই

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ