ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বৃহস্পতিবার কালীগঞ্জে আসবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২৪, ২১:১৬

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সরকারি সফরে আসছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) মো. আবুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সফরের বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, এদিন সকালে নীলফামারী ডোমার থেকে তুষভান্ডার হাই স্কুল খেলার মাঠে হেলিকপ্টার যোগে উপস্থিত হয়ে উপজেলার অসহায় দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।

এদিকে উপদেষ্টার সফর ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন। এ ছাড়াও উপদেষ্টার আগমন ঘিরে প্রস্তুতি গ্রহণ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, উপদেষ্টার সফর ঘিরে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আগমন উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আগামী বৃহস্পতিবার হেলিকপ্টারযোগে আসবেন তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ