ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬

কালিয়াকৈর সাবেক মেয়র মজিবুর রহমানকে দুদকে তলব

প্রকাশনার সময়: ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশনার (দুদক)। আগামী ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় তাকে সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুদকের উপ-পরিচালক আলমগীর হোসেন সাবেক মেয়র মজিবুর রহমানকে তলব করে চিঠি দেন।

দুদকের চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুরের বিরুদ্ধে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।

এতে বলা হয়, অভিযোগ বিষয়ে বক্তব্য দেয়ার লক্ষ্যে আগামী ৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় দুদক, প্রধান কার্যালয়, ঢাকায় হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে বর্ণিত অভিযোগ সংক্রান্ত বিষয়ে আপনার কোনো বক্তব্য নেই মর্মে গণ্য করা হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ