ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

পদ্মার এক বোয়াল ৫২ হাজার টাকায় বিক্রি

প্রকাশনার সময়: ২৩ ডিসেম্বর ২০২৪, ২২:২১

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে সোমবার ভোরে এক জেলের জালে ১৮ কেজি ওজনের বিশাল এক বোয়াল মাছ ধরা পড়ে। মাছটি ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

জানা গেছে, পদ্মা নদীর দৌলতদিয়া কুশাহাটা চর এলাকায় পদ্মা নদীতে সোমবার ভোর ৪টার দিকে জেলে গোবিন্দ হলদারের জালে মাছটি ধরা পড়ে।

সকাল ৭দিকে দৌলতদিয়া ফেরিঘাটে কেসমত মোল্লার আড়তে এনে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ২ হাজার ৮৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকা দিয়ে মাছটি কেনেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে অনলাইনের মাধ্যমে মাছটি তিনি ঢাকার এক ক্রেতার নিকট ২ হাজার ৯০০ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, এত বড় সাইজের বোয়াল মাছ সচরাচর দেখা মেলে না। তাছাড়া পদ্মা নদীর মাছের আলাদা একটা কদর রয়েছে। তাই মাছটির ভিডিও আমার ফেসবুক পেজে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ঢাকার এক ব্যবসায়ী যোগাযোগ করে ২৯'শ টাকা কেজি দরে ৫২ হাজার ২০০ টাকা দিয়ে বোয়ালটি কিনে নেন। এত বড় মাছ ধরে ভাল দাম পাওয়ায় জেলে ভাইয়েরা খুবই খুশি হয়েছেন।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ