নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ১১ দিনেও সন্ধান মেলেনি মাদরাসাছাত্রী শিশু ফাতেমা ইসলামের।
গত ৭ ডিসেম্বর থেকে শিশু ফাতেমা নিখোঁজ রয়েছে। এ ঘটনায় চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ফাতেমা ইসলাম (১০) পৌরসভার ৫নং ওয়ার্ডের দৌলতপুর গ্রামের মাকসুদ আলমের মেয়ে। সে স্থানীয় দাওয়াতুল ঈমান দাখিল মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী।
নিখোঁজ ফাতেমার মামা রাসেদুল ইসলাম জানান, ৭ ডিসেম্বর সকাল ৯টার দিকে বাড়ি থেকে বের হয়ে মাদরাসায় যাওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় ফাতেমার সৎমা নাছিমা আক্তার ৯ ডিসেম্বর চাটখিল থানায় একটি জিডি করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী গত মঙ্গলবার বিকালে জানান, নিখোঁজ ফাতেমার সন্ধানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ