ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নড়াইলে ২০ ছাত্রী পেলো রঙিন বাইসাইকেল

প্রকাশনার সময়: ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:১৮ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪, ২১:২২

নড়াইলে বিশেষ প্রকল্পের অংশ হিসেবে ক্ষুদ্র-নৃগোষ্ঠির স্কুলপড়ুয়া কিশোরীদের দেয়া হলো রঙিন বাইসাইকেল।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলা চত্বরে অনুষ্ঠানের মাধ্যমে তাদের মাঝে সাইকেল হস্তান্তর করেন সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস। এ সময় শিক্ষার্থীদের স্বজন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ে যাতায়াত সুবিধাসহ নারী এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সামনে এগিয়ে আনার এই প্রকল্পের মাধ্যমে ২০ জন ছাত্রীকে বাইসাইকেল দেয় সদর উপজেলা প্রশাসন।

নড়াইলের দিঘীরপাড়,গোহাট খোলা,মহিষখোলা এলাকার সমতলের আদিবাসী এই কিশোরীরা সাইকেল পেয়ে খুবই খুশি। সাইকেলেরে শখ থাকলেও পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় ইচ্ছা পূরণ হয়নি তাদের। এখন এই সাইকেল পেয়ে আমরা অনেক খুশি বলে জানায় শিক্ষার্থীরা।

সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস বলেন, ৩র্থ ও ৪র্থ পর্যায়ে মেয়েদের মাঝে ২০টি সাইকেল উপহার দিতে পেরেছি। ৬ষ্ঠ থেকে দশম শ্রেণিতে যারা পড়ে তাদেরকে বাচাই করে এই সাইকেল দেয়া হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ