ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না: দুলু

প্রকাশনার সময়: ১৮ ডিসেম্বর ২০২৪, ০৯:৪০

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। ‘গণতন্ত্র হত্যাকারীদের বিচার এ বাংলার মাটিতে হবে। কোনোভাবেই তাদের ক্ষমা করা যাবে না।’

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে নলডাঙ্গা উপজেলার রামশা কাজীপুর ডা. নাসির উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয় মাঠে বিজয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘আগামী ৪২ বছরেও আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না। মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার, গণতন্ত্রের অধিকার কেড়ে নিয়েছিল। মানুষের কথা বলার অধিকার হরণ করেছিল। এ ফ্যাসিবাদী আওয়ামী লীগের দুশাসনে মানুষ অতিষ্ঠ ছিল। নির্যাতন, জুলুম, নিপীড়ন ও অত্যাচারে বহু অসহায় মানুষকে হত্যা করেছে। এ খুনিদের প্রত্যেকের বিচার জনতার আদালতে হবে। এদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না।’

দুলু আরও বলেন, ‘আওয়ামী লীগের শাসন আমলে তাদের নির্যাতনে বহু হিন্দু পরিবার বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। কেউ শান্তিপূর্ণভাবে ব্যবসা-বাণিজ্য করতে পারেনি। কোনো হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধদের শরীরে যদি কেউ আঘাত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আমি দুলু মৃত্যুর আগ পর্যন্ত তাদের পাশে আছি এবং থাকব। তাদের শরীরে কোনো আচর লাগতে দেবো না।’

নলডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন- নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, সাবেক মেয়র বিএনপির নেতা এমদাদুল হক আল মামুন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, নলডাঙ্গা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন , নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম বুলবুল, নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আলম আবুল ব্যাপারী , নলডাঙ্গা পৌর বিএনপির সম্পাদক মো. জাকির হোসেন,নলডাঙ্গা উপজেলা যুবদলের সভাপতি মো. মামুনুর রশিদ খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আরিফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান।

নয়াশতাব্দী/জিএস

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ